নওগাঁয় দেড় মাস আগে গুম হওয়া যুবতীর লাশের দেহাবশেষ উদ্ধার, আটক-৪

নওগাঁর নিয়ামতপুরে দেড় মাস আগে গুম হওয়া যুবতীর বস্তাবন্দী লাশের দেহাবশেষ উদ্বার সহ ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে নিয়ামতপুর থানা পুলিশ।শনিবার নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করলে নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খাঁনের নেত্বত্তে ৩ ঘন্টার মধ্যেই দেড় মাস আগে গুম হওয়া যুবতীর লাশের দেহাবশেষ উদ্ধার সহ চার জনকে আটক করতে সক্ষম হয়।আটকৃতরা হলেন নিহত আলেমরা স্বামী শাহরিয়ার শাওন,তার বাবা রাশেদ মেনন রুমি, মা সুলতানা রাজিয়া ও চাচা নাহিদ রেজা রুবেল।ঘটনাসূত্রে জানাযায় গত আড়াই মাস পূর্বে নিয়ামতপুর উত্তরবাড়ী এলাকার রাশেদ মেনন রুমির ছেলে শাহরিয়ার শাওন (১৯) একই গ্রামের আবুল হোসেনের যুবতী কন্যা আলেমা (২০) কে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ঢাকাতে অবস্থান করে।দীর্ঘ এক মাস ১২দিন ঢাকাতে অবস্থান করার পর শাহরিয়ার শাওন ও আলেমা উভয়ে বাড়ীতে ফেরৎ আসে।এর কয়েক দিন পর হঠাৎ আলেমা নিখোঁজ হয়।আলেমাকে তার পরিবার কোথাও খুঁজে না পেয়ে গত শনিবার নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অবিশ্বাস্য তৎপরতায় উত্তরবাড়ীর উত্তর দিকের গোরস্থানের পাশের একটি পুকুরের পাড় থেকে বিকেলে মাটিতে পুতে রাখা বস্তাবন্দী গলিত লাশের হাড়গোর উদ্ধার করে থানা নিয়ে আসে। নিহত আলেমার ভাই শরীফ এর এজাহারের ভিত্তিতেপুলিশ তাৎক্ষনিক উক্ত শাহরিয়ার শাওন, তার বাবা রাশেদ মেনন রুমি, মা সুলতানা রাজিয়া ও চাচা নাহিদ রেজা রুবেলকে আটক করতে সক্ষম হয়।