খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা, লালমনিরহাটে বিক্ষোভ!

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে লালমনিরহাটে জেলা যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার সকালে জেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক এম এ হালিম, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান জিএস বাবু, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন লিমন, সাধারন সম্পাদক আনিছুর রহমান ভিপি আনিছ, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম প্রামানিক প্রমূখ। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানান।