বিএনপির কর্মসূচি আদালত নয়, সরকারের বিরুদ্ধে

0
0

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের স্বার্থ না দেখে সরকার মিয়ানমারের কাছে দেশের স্বার্থ বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন চুক্তির পরও প্রতিদিনই রোহিঙ্গারা কেন লাইন ধরে বাংলাদেশ আসছে তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির দেওয়া কর্মসূচি আদালত নয়, সরকারের বিরুদ্ধে বলে স্পষ্ট করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি স্পষ্ট করেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলে খালেদা জিয়া বাম দলের ডাকা হরতালের অজুহাত দেখিয়ে আদালতে যান নি। পরে আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর প্রতিবাদে বিকেলে রোববার (০৩ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী আহমেদ বলেন, মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিরোধী দলের নেতাকে বিপর্যস্ত করা সরকারের বৃহত্তর নীল নকশারই অংশ। জনগণের টাকা হাতিয়ে নিতেই সরকার আরো নতুন তিনটি ব্যাংকের অনুমোদন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি বলেন, কয়েকদিন আগে জাতিসংঘসহ আর্ন্তজাতিক বিশ্বকে পাশ কাটিয়ে ঢাকঢোল পিটিয়ে মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারক বা এ্যারেজম্যান্টে স্বাক্ষর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘসহ দেশি ও আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থাগুলো এ চুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জাতিসংঘের ইউএনএইচসিআর প্রধান বলেছেন এ চুক্তি অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশের বিশেষজ্ঞরাও এটাকে ব্যর্থ চুক্তি হিসেবে আখ্যায়িত করেছেন বলে উল্লেখ করেন রিজভী।তিনি বলেন, মিয়ানমার থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন-আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নেয়া শুরু হবে। কিন্তু কবে নাগাদ নেয়া শেষ হবে তা তিনি বলতে পারছেন না।তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের যে প্রস্তাবগুলো রয়েছে তাও অস্পষ্ট। রোহিঙ্গাদের নাগরিকত্ব কিংবা নিরাপত্তার বিষয়টি সেখানে স্পষ্ট করে উল্লেখ নেই।রিজভী বলেন, মিয়ানমারের সঙ্গে চুক্তিকে প্রধানমন্ত্রী বলেছেন-এত বড় কূটনৈতিক অর্জন নাকি আর কখনও হয়নি। তিনি আরও বলেছেন-রোহিঙ্গা সংকট সমাধানের জন্য তৃতীয় কোন দেশের প্রয়োজন নেই। এতবড় অর্জন হলো তাহলে এখনও প্রতিদিন রোহিঙ্গারা লাইন ধরে আসছে কেন? জনমানবহীন ভাসানচরে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিলেন কেন? রোহিঙ্গা ইস্যুতে সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার বন্ধুহীন হয়ে পড়ে এখন আবোল-তাবোল বলছে। এতবড় কূটনীতিক পরাজয় দেশের ইতিহাসে আগে কখনও হয়নি। সরকার মিয়ানমারের কাছে দেশের স্বার্থ বিক্রি করে দিয়েছে জানিয়ে রিজভী বলেন, ঢাক-ঢোল পিটিয়ে বলা হচ্ছে সরকার সফল হয়েছে। তাহলে কেন সীমান্তে এখনো রোহিঙ্গার ঢল? রোহিঙ্গাদের কবে থেকে ফিরিয়ে নেওয়া হবে? সমঝোতা স্মারকে কি চুক্তি হয়েছে তা স্পষ্ট নয়। তিনি বলেন, রোহিঙ্গা সংকটে সরকার কোনো বন্ধু রাষ্ট্রকে পাশে পায়নি এতেই প্রমাণ হয় যে, সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু প্রমুখ।