নির্বাচনে আসা ছাড়া বিএনপির কোনও উপায় নেই: তোফায়েল

0
176

নির্বাচনে আসা ছাড়া বিএনপির আর কোনও উপায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর হালিশহরে আবাহনী মাঠে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। মাসব্যাপী বাণিজ্য ও রফতানি মেলার উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপিকে যদি ক্ষমতায় আসতে হয়, এই সরকারের অধীনে নির্বাচনে আসতে হবে। আমরা সব দলের অংশ গ্রহণে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু একটি নির্বাচন চাই। কিন্তু কেউ যদি না আসে তাতে আমাদের করার কিছু নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি,এই নির্বাচনে বিএনপি’র আসা ছাড়া আর কোনও উপায় নেই। নির্বাচনে না এসে তারা অনেক কিছু করার চেষ্টা করবে। ২০১৩ সালে চেষ্টা করেছিল সফল হয় নাই, ব্যর্থ হয়েছে। ২০১৪ সালে নির্বাচন ভানচাল করার চেষ্টা করেছে, সফল হয় নাই। ২০১৫ সালে ৯০ দিনের মতো হরতাল অবরোধের মধ্যদিয়ে অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করেও সফল হয় নাই। তাই আমরা আশা করছি, বিএনপি তাদের এই ব্যর্থ রাজনীতি থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে আসবে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মেয়াদ ২০১৯ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত। তার আগে ৯০ দিনের যেকোনও দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে সংবিধান অনুসারে, ক্ষমতাসীন দলের অধীনে এবং সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ক্ষমতাসীন দল শুধু দৈনন্দিন কাজ করবে। তারা অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এর বাইরে সহায়ক সরকার বলে কিছু নেই। তত্ত্বাবধায়ক সরকার আর পৃথিবীর আলো দেখবে না।

তোফায়েল আহমেদ বলেন, ‘জাতির জনকের দুটি লক্ষ্য ছিল- একটি দেশকে স্বাধীন করা, আরেকটি স্বাধীন সেই দেশকে স্বাবলম্বী, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা। তিনি একটি করে গেছেন, আরেকটি করে যেতে পারেননি। তার সেই অসমাপ্ত কাজটি হাতে নিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা অমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা।মন্ত্রী বলেন, ‘১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। তার দুই কন্যা বিদেশে ছিলেন। আমরা তার জ্যেষ্ঠ কন্যার হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিলাম। সেই পতাকা হাতে নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিষয়টি মনে করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘তখন সাড়ে সাত কোটি মানুষ ছিল, অনেককে না খেয়ে থাকতে হতো। আর এখন ১৬ কোটি মানুষ, কাউকে না খেয়ে থাকতে হচ্ছে না। চলতি বছর বন্যার কারণে ফসল উৎপাদন কম হয়েছে। কিন্তু আমাদের ফসল উৎপাদনের এখন সময়। আমরা আশা করিছ, এই মৌসুমে আমাদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে। আমরা এই মৌসুমে তিন কোটি ৮০ লাখ টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।’তিনি আরও বলেন, আমাদের রিজার্ভ এখন ৩৩ বিলিয়নের বেশি। রেমিটেন্স ১৫ বিলিয়নের বেশি। আমাদের বিদ্যুৎ উৎপাদন এখন ১৬ হাজার মেগাওয়াট। প্রায় ৮২ শতাংশ জনগোষ্ঠীকে আমরা বিদ্যুৎ সেবা দিতে পারি। ২০২১ সালে আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০২১ সালকে নির্ধারণ করেছিলেন। ২০২১ সালের মধ্যে তিনি বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশে রূপান্তর ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব। ২০২১ সালের আগে আমরা অপর লক্ষ্যমাত্রাও অর্জন করতে সক্ষম হবো।
বাণিজ্য মন্ত্রী বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আর্ত-মানবতার মন নিয়ে আমরা তাদের আশ্রয় দিয়েছি।যার কারণে আজকে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বে একজন সম্মানিত নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তাকে মাদার অব হিউম্যানিটি বলা হচ্ছে। স্টার অব দি ইস্ট বলে আখ্যায়িত করা হচ্ছে। তিনি বলেন, আজকে শেখ হাসিনা যেখানে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছেন, সেখানে খালেদা জিয়া আমাদের এই উদ্যোগের সমালোচনা করেন।আমরা অবাক হয়ে যাই। যারা সত্যকে সত্য বলে দেখতে পারে না। একটা ভালো উদ্যোগকেও তারা খাটো করে দেখে।বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের পর আমাদের বৈদেশিক রফতানি তেমন ছিল না। পাট, চামড়া এবং চা রফতানি করে আমরা ৩৪৮ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। আজকে আমাদের এই রফতানি পণ্যের দিক থেকে ৩৫ বিলিয়ন ডলার, সেবা খাতসহ এটি দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৫ বিলিয়ন ডলারে। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি, আগামী বছর অর্থাৎ চলতি অর্থ বছরে এটি দাঁড়াবে ৪১ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং ২০২১ সলে এটি ৬০ বিলিয়ন ডলারের বেশি হবে।চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আফসারুল আমিন, শামসুল হক চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এম এ সালাম, স্থানীয় কাউন্সিলর এরশাদুল্লাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলার আহ্বায়ক আমিরুজ্জামান ভূইয়া।প্রসঙ্গত, দেশি বিদেশী মিলে এবার মেলায় দুই শতাধিক স্টল, প্যাভেলিয়ন ও মিনি প্যাভেলিয়ন থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। মেলায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের একটি টিম, দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপনসহ মেলা প্রাঙ্গন ও মেলার আশপাশের এলাকায় সার্বক্ষণিক র‌্যাবের টহলসহ সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারিতে থাকবে।