রোহিঙ্গাদের ভাসান চরে না পাঠানোর আহ্বান অ্যামনেস্টির

0
225

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য নোয়াখালীর ভাসান চর দ্বীপে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকারের সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।মিয়ানমারে পুনর্বাসিত হওয়ার আগ পর্যন্ত ভাসান চরে এক লাখ রোহিঙ্গার জন্য অস্থায়ী আবাসস্থল ও দ্বীপটির নিরাপত্তায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে মঙ্গলবার একনেক সভায় ২ হাজার ৩১২ কেটি টাকার একটি প্রকল্প অনুমোদন পায়।
এ খবরের পর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাসান চরকে বসবাসের অনুপযোগী ও বন্যাপ্রবণ এলাকা হিসেবে আখ্যায়িত করে সেখানে রোহিঙ্গাদের স্থানান্তরের বিরোধিতার কথা জানায় অ্যামনেস্টি।বিজ্ঞপ্তিতে অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া পরিচালক বিরাজ পাটনায়েক বলেন, অন্যান্য শরণার্থী ক্যাম্প থেকে বহুদূরে, বন্যাপ্রবণ ও বসবাসের অনুপযোগী একটি দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর করা হলে সেটি হবে একটি ভয়ানক ভুল।দীর্ঘদিন ধরে মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের শিকার রোহিঙ্গারা পালিয়ে রাখাইন সীমান্তবর্তী বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিতে নিতে অগাস্টের আগ পর্যন্ত তাদের সংখ্যা চার লাখে বেশি ছাড়িয়ে যায়।ওইসব রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় সামাজিক নানা সমস্যা সৃষ্টির অভিযোগের মধ্যে গত ২৫ অগাস্ট থেকে রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর তিন মাসে আরও প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছে।মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে তাদের আশ্রয়ের ব্যবস্থা করায় আন্তর্জাতিক মহলে প্রশংসিতও হয়েছে বাংলাদেশ।তবে টেকনাফ ও উখিয়ায় স্থানীয় অধিবাসীদের সংখ্যা যেখানে ৫ লাখ ৭ হাজার, সেখানে নতুন-পুরনো মিলিয়ে দশ থেকে ১২ লাখ রোহিঙ্গা ওই এলাকায় আশ্রয় নেওয়ায় নানা ধরনের সমস্যা সৃষ্টি এবং পর্যটন এলাকাটির পরিবেশ নষ্ট হচ্ছে বলে উদ্বেগ রয়েছে।
এসব প্রেক্ষাপটে রোহিঙ্গাদের নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কাছে মেঘনার মোহনার বিরান দ্বীপ ভাসান চরে সরিয়ে নিতে পরিকল্পনা করে সরকার।তবে এতে রোহিঙ্গাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে বলে দাবি অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া পরিচালক বিরাজ পাটনায়েকের।বিবৃতিতে তিনি বলেন, গত তিন মাসে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিলেও বাংলাদেশ সরকার এখন তাদের নিরাপত্তার বিষয়টি ঝুঁকিতে ফেলছে। একইসঙ্গে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গণে তারা যে সুনাম অর্জন করেছে, তাতেও জল ঢেলে দিচ্ছে।জোয়ারের সময় ১০ হাজার এবং ভাটার সময় ১৫ হাজার একর আয়তনের জনমানবহীন ভাসান চর মূলত গরু-মহিষের চারণভূমি হিসেবে ব্যবহৃত হত। ২০১৩ সালে এ চরকে সংরক্ষিত বনাঞ্চল এলাকা ঘোষণা করা হয়। ইঞ্জিনচালিত নৌযান ছাড়া সেখানে যাতায়াতের সুযোগ নেই। হাতিয়া থেকে যেতেও তিন থেকে সাড়ে ৩ ঘণ্টা সময় লাগে।এমন একটি দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর করা হলে তাদের জন্য সেখানে মানবিক সহায়তা পৌঁছানো বিষয়টি কঠিন হবে বলেও বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছে অ্যামনেস্টি।এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে যে চুক্তি করেছে বাংলাদেশ, রাখাইনে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাও স্থগিত রাখার দাবি জানিয়েছে লন্ডনভিত্তিক এই মানবাধিকার সংস্থা।বিজ্ঞপ্ততিতে বলা হয়, সম্প্রতি অ্যামনেস্টির এক প্রকাশনায় রোহিঙ্গাদের দলে দলে দেশান্তরী হওয়ার মূল কারণগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে।রোহিঙ্গাদের জন্য মিয়ানমার সরকারের পৃষ্ঠপোষকতায় একটি অমানবিক ব্যবস্থার ফাঁদ প্রতিষ্ঠা এবং তাদের সঙ্গে বৈষম্যের প্রাতিষ্ঠানিককরণ করা হয়েছে বলে এতে উঠে এসেছে।বিরাজ পাটনায়েক বলেন, এসব সমাধানের মাধ্যমে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে ফেরার মতো পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যে কোনো ধরনের প্রত্যাবাসন চুক্তি বাংলাদেশের স্থগিত রাখা উচিত।”