বিমান প্রকৌশলী বাংলাদেশের মেধাবী যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত

আমেরিকান এয়ারফোর্সে যোগদান করা হলো না বিমান প্রকৌশলী বাংলাদেশের মেধাবী যুবক এম হাসান রহমান বাঁধনের (২৬)। গত রবিবার আমেরিকার ক্যানসাসে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। তার বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের তেলীপাড়া এলাকায়। একমাত্র ছেলেকে হারিয়ে ঢাকার আবেদ হোল্ডিংস লিমিটেডের প্রকৌশলী বাবা মজিবুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) প্রিন্সিপাল অফিসার মা হাসানারা বেগম বাকরুদ্ধ পড়েছেন। ভাইয়ের শোকে বাঁধনের একমাত্র বোন আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং শাখার তৃতীয় বর্ষের ছাত্রী মারজানা রহমান ভাবনা

বাঁধনের বাবা মুজিবুর রহমান জানান, বাঁধন খুব মেধাবী ছিল। ছোটবেলা থেকেই তার পাইলট হওয়ার এবং বিমান বানানোর প্রতি আগ্রহী ছিল। সবসময় বিমান বানানোর কথা আলোচনা করত। গাজীপুর নিটি কর্পোরেশনের রাণী বিলাসমণি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত ও পরে রাগধানীর উত্তরা হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় বাঁধন। সবশেষে ঢাকা বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশে লেখাপড়া চুকিয়ে ফেলে। পরে বিমান প্রকৌশলী হওয়ার আশায় আমেরিকার কানসাসে উইচিটা বিশ্ববিদ্যালয়ে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় বাঁধন। সে পড়াশোনা চলাকালীন ক্যাম্পাসে চাকুরী (ক্যাম্পাস জব) করে। দক্ষতার সঙ্গে ‘ক্যাম্পাস জব’ শেষ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ক্যাম্পাসের বাইরে ইরে’তে চাকুরী করার অনুমতি দেয়। এরপ্রেক্ষিতে আমেরিকান এয়ারফোর্সে যোগদানের উদ্দেশ্যে বাঁধন কিছুদিন আগে ভাইভা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় (১০০ নাম্বারের মধ্যে ৮৭ নাম্বার পেয়ে)। গত অক্টোবর মাসে সেখানে তার যোগদানের কথা ছিল। কিন্তু সে দেশের সরকারী সিদ্ধান্তের যোগদান প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছিল। এদিকে সে ওই দেশের একটি কোম্পানীতে চাকুরী করছিল। কিন্তু আমেরিকান এয়ারফোর্সে যোদানের আশা তার আর পূরণ হলো না। রবিবার বেলা ১১টার দিকে দুর্বত্তরা গুলি করে তাকে হত্যা করে। সোমবার রাতে ফোনে বাঁধনের বন্ধু নাঈম এ হত্যাকান্ডের কথা জানায়।

বাঁধনের বাবা মজিবুর রহমান আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা উচ্ছৃঙ্খল ছিল। তারা কোনো লেখাপড়া বা কোন কাজ করত না। তারা বিশ্ববিদালয়ের অন্য শিক্ষার্থীদের কাছ থেকে ছিনতাই করত। বাঁধন বিভিন্ন সময় ক্যাম্পাসের বর্ণনা দিতে গিয়ে এসব কথা জানিয়েছে। বাঁধনের কোন শত্রু নেই, শত্রুতা হওয়ারও কথা নয়। তার সঙ্গে কারো শত্রুতা রয়েছে এমন কথা সে কখনো আমাদের বলেনি।

বাঁধনের মা হাসনা আরা বেগম বলেন, প্রায় সাড়ে ৬ বছর আগে ২০১১ সনের জুনে আমেরিকায় যায় আদরের ধন বাঁধন। এরপর আর কোনো ছুটি পায়নি, দেখাও হয়নি তার সঙ্গে। গত বৃহষ্পতিবার রাত ১২টার পর মোবাইলে ছেলের সঙ্গে প্রায় ৩১ মিনিট কথা হয়। এসময় ছেলের শরীর-স্বাস্থ্য, পড়াশোনা, চাকুরী, থাকা-খাওয়া বিষয়ে কথা হয়। এসময় বাঁধন জানায়, বিমান তৈরী করে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রথমে নিজেদেরকেই আকাশে উড়তে হয়। আকাশে উড়ার অনুমতির পর আর ভিসার প্রয়োজন হয় না। তখন আমাকে আমেরিকা নিয়ে সেখানে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ইচ্ছা প্রকাশ করে সে। কিন্তু আজ সব শুধুই স্বপ্ন ও স্মৃতি হয়ে রয়ে গেল।

তিনি বলেন, বাঁধনের ও তার ছোটবেলার বন্ধু নাঈম আমেরিকার কানসাসে একই সঙ্গে থাকত। ছেলে নিহতের খবর সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রথম জানানো হয়। দুর্বত্তরা গুলি করে বাঁধনকে হত্যা করেছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে এ খবর তাকে জানানো হয়।

বাঁধনের একমাত্র বোন মারজানা রহমান ভাবনা বলেন, ভাইয়ার সঙ্গে আমার বয়সের পার্থক্য পাঁচ বছর। ভাইয়া আমাকে সন্তানের মতো দেখাশুনা করত। দেশে থাকতে কখন কি লাগবে সবকিছু ভাইয়া দেখত। আমার মাথায় চুল আঁচড়িয়ে দিয়ে ক্লিপ আটকিয়ে দিত। পড়াশোনার খোঁজ খবর নিত।