পাবনার ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর ছেলে ও তার ক্যাডার বাহিনী কর্তৃক ৪ সাংবাদিককে মারধর : ক্যামেরা ভাংচুর ঃ তিনদফা কর্মসূচি ঘোষনা

পাবনার ঈশ্বরদীতে পেশাগত দায়িত্ব পালনকালে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও তার ক্যাডার বাহিনী পিটিয়ে আহত করেছে ৪ টিভি সাংবাদিককে। বুধবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় তারা ল্যাপটপ ও ক্যামেরা ভাংচুর করেছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশ করেন পাবনায় কর্মরত সাংবাদিকরা।

আহতরা হলেন; সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরা পার্সন মিলন হোসেন।
আহত সাংবাদিকরা জানান, বুধবার বিকেলে আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সম্পাদক এডভোকেট রবিউল আলম বুদুর প্রচার গাড়ীতে হামলা ও ভাংচুর করে ভুমিমন্ত্রীর ছেলে তমাল ও তার অনুসারী যুবলীগের ক্যাডার বাহিনী। এ সময় ভাংচুর ও হামলা দৃশ্য ভিডিও ক্যামেরা ধারণ করার সময় ক্যাডাররা সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে বেধরক মারপিট করে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে তাদের আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে যান পাবনায় কর্মরত সাংবাদিকরা। পরে হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় অবরোধ করে প্রতিবাদ সভা করে। এ সময় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তব্য দেন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও বিটিভি প্রতিনিধি আব্দুল মতীন খান, সংবাদের ষ্টাফ রিফোর্টার হাবিবুর রহমান স্বপন, প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল সিদ্দিকী, সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, এনটিভি ও সমকালের এবিএম ফজলুর রহমান, জনকণ্ঠের কৃষ্ণ ভৌমিক, মাছরাঙা টিভির উৎপল মির্জা প্রমুখ। সমাবেশ থেকে সাংবাদিকদের আহতের প্রতিবাদে কালোব্যাজ ধারণ ও ভূমি মন্ত্রীর সকল সংবাদ বয়কটের ঘোষণা এবং প্রধানমন্ত্রীর পাবনায় আগমের আগেই হামলাকারীদের গ্রেফতারের জোর দাবী জানানো হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে অভিযোগ পাইনি। তথ্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।