আত্রাইয়ে দলিত জনগোষ্ঠীর মতবিনিময় সভা

নওগাঁর আত্রাইয়ে “বাংলাদেশ দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা বিডিইআরএম ও নাগরিক উদ্যোগ এর যৌথ উদ্যোগে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখরেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেযারম্যান আআলহাজ্ব এবাদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কমাম মাহমুদা, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যন মমমতাজ বেগম, নাগরিক উদ্যোগ এর কেন্দ্রীয় রিসার্চ, পলিসি ও অ্যাডভোকেসি অফিসার শিপন কুমার রবিদাস, চেয়ারম্যান আক্কাস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, স্বেচ্ছাসেবকলীগ সাধার সম্পাদক আমিনুল ইসরলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মানবধিকার কর্মী স্বপন কুমার । এ সময় তিনি দলিত পরিবারের পক্ষে তাদের বিভিন্ন সমস্যার কথা তুল ধরেন দিনেশ কুমার ও ইতি রানী।