রোহিঙ্গাদের জন্য আবাসন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

0
0

মিয়ানমার থেকে বাধ্য হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য নোয়াখালীর ভাসানচরে আবাসন নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। সরকারি অর্থায়নে এ প্রকল্পে খরচ হবে ২ হাজার ২৩ কোটি টাকা। মঙ্গলবার একনেক বৈঠকে ১০ হাজার ৯৯ কোটি টাকা খরচে মোট ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। ২৫ আগস্ট থেকে নতুন করে বাংলাদেশে আসা সাড়ে ৬ লাখ মিয়ানমারের নাগরিকদের বেশিরভাগই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে। আরেকটি অংশ বান্দরবানের নাইখ্যংছড়িতে। তাদের ফিরিয়ে দেয়ার আলোচনা চলছে। তবে অস্থায়ীভাবে বসবাসের ব্যবস্থাও করছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে প্রাথমিকভাবে এক লাখ ৩ হাজার ২ শ’ রোহিঙ্গাদের অস্থায়ী বসবাসের প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এজন্য নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে ১২০টি গুচ্ছগ্রাম হবে। এসব গুচ্ছগ্রামে ১ হাজার ৪শ’ ৪০টি ব্যারাক ও ১২০ টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এজন্য যে ২ হাজার ৩শ’ ২৩ কোটি টাকা খরচ হবে তার পুরোটাই দেবে সরকার। এছাড়াও ঢাকার জিগাতলায় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট, মতিঝিল সরকারি কলোনীতে বহুতল আবাসিক ভবন নির্মাণ এবং উচ্চমাধ্যমিক উপবৃত্তি প্রকল্পেরও অনুমোদন দেয়া হয় বৈঠকে।

এছাড়াও কুমিল্লায় রেলওয়ে ওভারপাস নির্মাণ, চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট উন্নয়ন, ময়মনসিংহের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নসহ দেশের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো এবং সেচ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।