বাংলাদেশি স্টার্টআপ “পাঠাও”য়ে ২০ লাখ ডলার বিনিয়োগ করেছে ইন্দোনেশিয়ার গো-জেক

0
0

বাংলাদেশি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ে ২০ লাখ ডলার বিনিয়োগ করেছে ইন্দোনেশিয়ার ট্রান্সপোর্ট সিস্টেম স্টার্টআপ গো-জেক। এক প্রতিবেদনে বিনিয়োগ সংক্রান্ত এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বাণিজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডিল স্ট্রিট এশিয়া। ডিল স্ট্রিট এশিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগেই বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এর অংশ হিসেবে সিরিজ এ রাউন্ডে পাঠাও পেয়েছে ২০ লাখ ডলার।

এই বিনিয়োগের বিনিময়ে বাংলাদেশি স্টার্টআপটিতে সামান্য অংশীদারিত্ব লাভ করেছে গো-জেক। এছাড়া বিনিয়োগের মাধ্যমে জনবহুল এবং ট্র্যাফিক জ্যামের জন্য পরিচিত বাংলাদেশেও পরিচিত পাবে গো-জেক, এমনটা মনে করছেন বাজার বিশ্লেষকরা।
ইন্দোনেশিয়ার স্টার্টআপ গো-জেকও দেশটিতে একই ধরনের সেবা দিচ্ছে। সেখানে এই অ্যাপের মাধ্যমে বাইক, গাড়ি এবং ট্রাক পাওয়া যায়। গো-জেকের নিবন্ধিত চালকের সংখ্যা বর্তমানে দুই লাখের বেশি। ধারণা করা হচ্ছে এশিয়ার অপর একটি গুরুত্বপূর্ণ দেশের একই ধরনের একটি স্টার্টআপে বিনিয়োগের মাধ্যমে নিজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সেবা বিস্তারের পরিকল্পনা করছে গো-জেক। প্রতিষ্ঠানটির অন্যতম বিনিয়োগকারী হিসেবে আছে চীনের টেনসেন্ট। পাঠাওয়ে গো-জেকের বিনিয়োগের বিষয়ে টেনসেন্টও আগ্রহী ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ডিল স্ট্রিট এশিয়া। তবে গো-জেক এবং পাঠাও এই বিনিয়োগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

২০১৫ সালে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছিল পাঠাও। পরবর্তীতে ২০১৬ সালে পাঠাও চালু করে বাইক রাইড শেয়ারিং সার্ভিস। এ বছর বাইকের পাশাপাশি এতে গাড়িও যুক্ত করা হয়েছে।