শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে বার্ন ও প্লাস্টিক সার্জারী ও নিউরো সার্জারী ইউনিট ও ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গাজীপুর সিটিকর্পোরেশনের তেতুইবাড়িস্থ এ হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাস্টের মেম্বার সেক্রেটারী শেখ হাফিজুর রহমান সোমবার এ ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে মিনিষ্ট্রি অফ ফরেন এফেয়ার্স ও ট্রেড অফ হাঙ্গেরীর রাষ্ট্রদূত ডা গায়গি সুহা এবং মালয়েশিয়া হাইকমিশনের পরামর্শদাতা ইধাম জুহরি মোঃ ইউনুস উপস্থিত ছিলেন। এছাড়াও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও জায়তুন বিনতি সুলাইমান, মেডিকেল ডিরেক্টর ডাঃ রাজীব হাসানসহ রেসিডেন্ট বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ও বিশিষ্ট বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠাণে প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল টাস্ট ও মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে তৈরি এই হাসপাতাল মানব কল্যাণে শতশত বছর সেবা দিয়ে যাবে। এখন থেকে এ হাসপাতালে নিয়মিত বার্ন ও প্লাস্টিক সার্জারীর সেবা দেয়া হবে।
হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসের আবুল হাসান জানান, বঙ্গমাতার নামে স্থাপিত এ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক এন্ড রিকন্সট্রাস্টিভ সার্জারী ক্যাম্পে রোগীদের আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। গত শনিবার হতে এ ক্যাম্প শুরু হয়েছে। জার্মানি, হাঙ্গেরি, নেদারল্যান্ডের বিশেষজ্ঞসহ শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের স্বনামধন্য চিকিৎসকগণ চিকিৎসা সেবা দিবেন। ইতোমধ্যে এ ক্যাম্পে বাংলাদেশের শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন এন্ড প্লস্টিক সার্জারীর প্রধান সমন্বয়কারী ডাঃ সামন্ত লাল সেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন এন্ড প্লস্টিক সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আবুল কালাম ও আবাসিক চিকিৎসক ডাঃ হোসাইন ইমামসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দিয়েছেন। ফ্রি ক্যাম্প চলাকালীন সময় সার্জারীর পাশাপাশি তারা বার্ন ও প্লাস্টিক এন্ড রিকন্সট্রাস্টিভ সার্জারী রোগীও দেখবেন এবং পরামর্শ দিবেন। পরবর্তীতে রোগীরা এই হাসপাতাল এর বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে ও বার্ন ও প্লাস্টিক সার্জারীর উন্নত সেবা নিতে পারবেন। বঙ্গমাতার নামের প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারী ইউনিট স্থাপন এর মূল উদ্দেশ্যে তারা এ কাজ করবেন।
আয়োজকরা আরো জানান, বিদেশী বিশেষজ্ঞদের মধ্যে ডাঃ জার্যলি পাটাকি, ডাঃ জার্যলি পাটাকি, ডাঃ ইভা ভারগা এলিজাবেত, ডাঃ গিরো রুপার্ট ও ডাঃ আন্দ্রেস কারোলি এবং ওটি নার্স প্রেটাজ জেকবা হেসেলিংসহ অন্যরা রয়েছেন। ক্যাম্প চলাকালীন সময়ে তারা আগুনে পোড়াজনিত জটিলতা ও বিকলাঙ্গতা, দূর্ঘটনা জনিত বিকলাঙ্গতা কিংবা দীর্ঘমেয়াদী ক্ষত, ব্রেস্ট ক্যান্সারসহ যে কোন ক্যান্সর জনিত ক্ষত, জন্মগতত্রুটি (ঠোঁট ও তালু কাটা, রক্তনালীর টিউমার, হাত বা পায়ের বহু আঙ্গুলী) ও ডায়াবেটিস জনিত হাত কিংবা পায়ের ক্ষত রোগীদেও চিকিৎসা সেবা দিবেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে জেনারেল বেড, প্রয়োজনীয় অপারেশন, প্রয়োজনীয় ল্যাব পরীক্ষা, পোস্ট অপারেটিভ বেড, প্রয়োজনীয় ঔষধপত্রের ব্যবস্থা করা হবে। এব্যাপারে বিস্তারিত জানতে ০১৭০৩৭৮৮৫৬১ বা ০২-৪৪০৭৭০৩০-৩১ তে যোগাযোগের জন্য বলা হয়েছে।