বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) সোমবার প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল প্রকল্প কর্তৃক আয়োজিত Training-Workshop on “Course Credit System of BSMRAU for Junior Teachers” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এগ্রিয়ান সোসাইটি অব বাংলাদেশের প্রফেসর ড. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ, প্রফেসর ড. খন্দকার সাইফ উদ্দিন, ডিন গ্র্যাজুয়েট স্টাডিজ প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ, প্রফেসর ড. এম. আব্দুল করিম ও পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ খোরশেদ আলম ভূঞা। গাজীপুর সিটি কর্পোরেশনের নালনাস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, অনুষদীয় ডিনবৃন্দ, রেজিস্ট্রার ছৈয়দ জহুরুল আমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ প্রশিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
Home আপনার-পাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কোর্স ক্রেডিট পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত