তিনটি ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকার

0
0

সরকার তিনটি ব্যাংকের অনুমোদন দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার (২৭ নভেম্বর) বেলা ৪টায় ঢাকা ক্লাবে বিমা বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমের আওয়তার বাইরে অনেক এলাকা রয়েছে। সেসব এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে।

তিনি বলেন, দেশে অনুমোদিত যেসব ব্যাংক ভালো করতে পারছে না সেগুলোর দুটি বা তিনটি মিলিয়ে একীভূত করা হবে।