শিরোপা ছাড়া কিছু ভাবছে না ঢাকা ডায়নামাইটস

0
209

বিপিএলের চট্টগ্রাম পর্বে এখনও মাঠে নামা হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের। সোমবারই (২৭ নভেম্বর) তারা নামছে মাঠে, খেলবে ঘরের দল চিটাগং ভাইকিংসের বিপক্ষে। সেই ম্যাচকে সামনে রেখে রোববার (২৬ নভেম্বর)এম এ আজিজ স্টেডিয়ামে ব্যাটে-বলে গা গরম করে নিয়েছেন সাকিব-আমির-লুইসরা।অনুশীলনে নামার আগেই গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা ডায়নামাইটস তারকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।চট্টগ্রাম পর্বের শুরুতেই কি ভাবছে দল-এমন প্রশ্নে মোসাদ্দেকের জবাব, ‘শুরু থেকেই আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। আমরা গত বছরও চ্যাম্পিয়ন ছিলাম। আর এবার আমাদের দলটাও বেশ ভালো হয়েছে।

শেষ দুই ম্যাচ হারলেও এখানেই পড়ে থাকতে চান না মোসাদ্দেকরা, ‘আমরা দুটি ম্যাচ হেরেছি বলে এই না যে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি। আমাদের সুযোগ আছে ভালো করার। মোসাদ্দেক হোসেন কথা বলেছেন নিজের ব্যাটিং অর্ডার নিয়েও। তারকা এই অলরাউন্ডার জানান, আমি নরমালি যে জায়গায় খেলি সে জায়গায় হয়তো সুযোগ হচ্ছে না বা সুযোগ হলেও ভালো পারফর্ম করতে পারছি না। তবে ইনশাআল্লাহ চট্টগ্রাম পর্বে কামব্যাক করতে পারবো বলে আশা করছি।ঢাকা-সিলেট পর্বে রান কম ওঠলেও চট্টগ্রাম পর্বে রান ওঠছে ভালো। এই রান বেশি হওয়াটাকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন মোসাদ্দেক হোসেন, ‘সবাই জানে আমাদের ব্যাটিং লাইন-আপ সম্পর্কে। তাই উইকেট ভালো হলে রান বেশি ওঠবে। সেটা আমাদের টিমের জন্যই ভালো। ঢাকা ডায়নামাইটসের আগে সকালে একই মাঠে অনুশীলন করে টুর্নামেন্টে এ পর্যন্ত শীর্ষে থাকা খুলনা টাইটান্স, এরপর অনুশীলনে নামে সিলেট সিক্সারস।