পাবনায় নারী নির্যাতন ও হত্যা বিরোধী অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত

শহরের প্রধান সড়কে ‘নারী নির্যাতন ও হত্যা বিরোধী‘ অবস্থান কর্মসূচি ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার বেলা সাড়ে ১০টায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে আমরাই পারি নারী নির্যাতন প্রতিরোধ জোট, বাঁচতে চাই, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক, ব্য্যাক, মহিলা পরিষদ, ওয়াই ডাব্লিউসি, সূচিতা, উদ্দীপনা, দর্পন, পরিবর্তন, নারী নির্যাতন প্রতিরোধ জোটসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার নির্বাহী ও প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ গ্রহন করেন। সাংবাদিক কামাল সিদ্দিকী‘র সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন আমরাই পারি জোট, পাবনার চেয়ারপার্সন, সংবাদপত্র পরিষদের সভাপতি, প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান, ব্র্যাক সিইপি‘র জেলা ব্যবস্থাপক ও যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক এর সদস্য সচিব নয়ন কুমার ঘোষ, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক এর আহবায়ক ও মহিলা পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক এড. কামরুননাহার জলি, বাঁচতে চাই‘র পরিচালক আব্দুর রব মন্টু, ওয়াই ডাব্লিউসির সাধারন সম্পাদক হেনা গোস্বামী, জেলা ব্যাক প্রতিনিধি আলমাসুর রহমান, সূচিতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, পরিবর্তনের দেলোয়ার হোসেন সাগর, সাংস্কৃতিক কর্মি ভাস্কর চৌধুরী, শিক্ষার্থী ওয়াচ গ্রুপ সদস্য আবির মুহম্মদ জাহিদ প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য সংগঠক কোবাদ হোসেন, মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব মেজনিন প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আক্তারসহ শিক্ষক, সাংবাদিক আইনজীবি, এনজিও কর্মিরা উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষন, বাল্য বিয়ে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে এসব প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবী জানান।