প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কে এম নূরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের মতো আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রতিযোগিতামূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। সেই অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হবে।রোববার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে সিটি করপোরেশন এলাকার স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সিইসি এসব কথা বলেন। ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ।
সিইসি বলেছেন, দুটি সিটি করপোরেশন নির্বাচন, ৪০৭টি স্থানীয় পর্যায়ে এবং দুটি জাতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। সে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ বা প্রতিক্রিয়া তৈরি হয়নি। তাই রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রতিযোগিতামূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।কিছু জটিলতার কারণে স্মার্ট কার্ড বিতরণে দেরি হয়েছে উল্লেখ করে সিইসি কে এম নূরুল হুদা বলেন, ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ আমরা ৯ কোটি ৪০ লাখ স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করতে পারব।প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। দেশের ৪৬০টি স্থানীয় নির্বাচন, দু’টি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনও প্রতিক্রিয়া বা সন্দেহ প্রকাশ পায়নি।
সিইসি নুরুল হুদা বলেন, ‘৯ কোটি ৪০ লাখ স্মার্টকার্ড চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া হবে। আমরা একটু পিছিয়ে গেছি ওভার থ্রোর সঙ্গে আমাদের চুক্তিটি ভালোভাবে সম্পন্ন না হওয়ায়। এ কারণে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়া আইরিশ ও ফিঙ্গার মেশিন সংগ্রহে দেরি হয়েছে। বর্তমানে এ সমস্যার সমাধান হয়ে গেছে। বিশ্ব ব্যাংকের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে তার অধীনে আগামী এক মাসের মধ্যে এগুলো পেলে খুব দ্রুত স্মার্টকার্ড বিতরণ করা হবে।তিনি আরও বলেন, স্মার্টকার্ডের ভুল-ত্রুটি যদি মামুলি হয় তবে দ্রুত তা সংশোধন করা যাবে। কিন্তু যদি বয়স জনিত ভুল বা বাবার নাম ভুল হয় সেগুলো চেক করতে কিছুটা সময় প্রয়োজন হবে। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্টিত হবে। নারায়ণগঞ্জের মতো রংপুরেও সুষ্ঠু নির্বাচন হবে।পরে নারায়ণগঞ্জে বিশিষ্ট নাগরিকদের হাতে স্মাটকার্ড তুলে দেন সিইসি।