নাচোলে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা

সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে ১৯৭১সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিষ্টার’’এ ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি পাওয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন,বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে বঙ্গবন্ধুর প্রতকৃতিতে পুষ্পমাল্য দান শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরি জোবায়ের আহম্মেদ ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান,আওয়ামীলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম সহ প্রমুখ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ ,কৃষি কর্মকর্তা সত্যেন কুমার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন সহ অন্যরা।

মোঃ-নাসিম আলী, নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি