রাষ্ট্রনায়ক শেখ হাসিনাঃ বিশ্বে চতুর্থ কর্মঠ সরকার প্রধান : মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী

0
0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ লক্ষ্মীপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন আজ ২৩ নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ২ টায় সাবেক মডেল হাই স্কুল (সামাদ স্কুল) মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধক ও প্রধান অতিথি যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনাঃ বিশ্বে চতুর্থ কর্মঠ সরকার প্রধান। বিশ্বে সেরা ৫ জন কর্মঠ এবং পরিশ্রমী সরকার ও রাষ্ট্র প্রধানের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিপলস অ্যান্ড পলিটিক্স এর সর্বশেষ গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে। যে সব রাষ্ট্র ও সরকার প্রধান কঠোর পরিশ্রম করেন এবং পরিশ্রমের মাধ্যমে তাঁর দেশে দৃশ্যমান উন্নতি করেছেন তাঁদের কাজ পর্যালোচনা করে এই মূল্যায়ন করা হয়েছে। গবেষণা অনুযায়ী বিশ্বে সবচেয়ে পরিশ্রমী রাষ্ট্র প্রধান হলেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ২য় রাষ্ট্র প্রধান হিসেবে-ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে। ৩য় পরিশ্রমী-তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বের চতুর্থ কর্মঠ সরকার বা রাষ্ট্র প্রধান হলেন- বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আর ৫ম পরিশ্রমী সরকার বা রাষ্ট্র প্রধান হলেন-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি আরো বলেন বরেন্দ্র অঞ্চলেও হচ্ছে বিনা চাষে ধানঃ তারি নাম শেখ হাসিনা। ‘ষোল চাষে মুলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান’।- এটি একটি খনার বচন। ভালো ফসল পেতে কোন ফসলের জামিতে কতবার চাষ দিতে হয়, মানে লাঙ্গল চালাতে হয়, সেটিই প্রবচনটির মর্মার্থ। সে অনুযায়ী শুধু পান উৎপাদনেই কোন চাষ দিতে হয় না। কিন্তু বহুকাল পরে এসে জানা গেল-চাষ বা লাঙ্গল না দিলেও ধান উৎপাদন করা সম্ভব।- তারি নাম শেখ হাসিনা।

লক্ষীপুর জেলা যুবলীগের আহবায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপু সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ জামাল রিপন ও বায়োজীদ ভুইয়ার সঞ্চাচলায় আরো বক্তব্য রাখেন অত্র সম্মেলন এর প্রধান বক্তা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মোঃ আতাউর রহমান, মোঃ জাকির হোসেন খাঁন, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, শোয়েব হোসেন ফারুক, হাসিবুর রহমান বাচ্চু, রবিউল আলম, হাবিবুর রহমান পবন, কার্যনির্বাহী সদস্য সামসুল ইসলাম পাটোয়ারী, এন আই আহম্মেদ সৈকত, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিল, দক্ষিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।