আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিন থেকে মিলল সম্ভাব্য সংকেত

সাউথ আটলান্টিক মহাসাগরে নিখোঁজের তিন দিন পর আর্জেন্টিনার সাবমেরিন এআরএ সান হুয়ান থেকে কিছু সংকেত পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। জার্মানিতে নির্মিত আর্জেন্টিনা নৌবাহিনীর টিআর-১৭০০ মডেলের এআরএ সান হুয়ান সাবমেরিন তিনদিন আগে ৪৪ জন ক্রু নিয়ে উশুয়াইয়া নৌঘাঁটি থেকে তার নিয়মিত ঘাঁটি মার দেল প্লাতার উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রাপথের মাঝেই কোনো একটা সময় হঠাৎ জাহাজটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নৌবাহিনীর পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল, ডুবোজাহাজটি কোনো ধরণের বৈদ্যুতিক ত্রুটির মুখে পড়েছে বলে যোগাযোগ করতে পারছে না। শনিবার সাউথ আটলান্টিকে একটি সাবমেরিন থেকে সাতবার স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার ব্যর্থ চেষ্টা করা হয় বলে জানিয়েছে আর্জেন্টাইন নৌবাহিনী। ধারণা করা হচ্ছে, সাবমেরিনটি সান হুয়ান। ওই ফোনকলগুলোর সংকেতের সূত্র ধরেই সাবমেরিনটির অবস্থান নির্ণয় করার চেষ্টা চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশি -বিদেশি সূত্র দিয়ে সাবমেরিনটি যত দ্রুত সম্ভব খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ সাবমেরিনটির খোঁজে অংশ নেয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি বিমান। উদ্ধার অভিযানের পরও সাবমেরিনের সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে নাবিকদের পরিবার। বুধবার ৪৪ জন ক্রু নিয়ে আর্জেন্টিনা নৌবাহিনীর একটি ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল এআরএ সান হুয়ান নামের সাবমেরিনটি। উপকূল থেকে ৪৩০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় সবশেষ যোগাযোগ হয় সাবমেরিনটির সঙ্গে।