রংপুরে সংখ্যালঘুদের বাড়িতে আগুন: ২ ইউপি সদস্য গ্রেফতার

0
212

রংপুরের সংখ্যালঘু পাড়ায় অগ্নি সংযোগের অভিযোগে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ২ ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।। সরকারের উন্নয়নের ধারা রুখতে ও আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে রংপুরের হিন্দু পাড়ায় অগ্নি সংযোগের ঘটনা ঘটানো হতে পারে বলে আশংকা করছে তদন্ত কমিটি। রহস্য উদঘাটনে রিমান্ডে টিটু রায়কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সহিংসতা এবং হিন্দুবাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করে গ্রেফতার অভিযানে রয়েছে পুলিশ। এ পর্যন্ত দুই মামলায় ২ হাজার অজ্ঞাত আসামীর মধ্যে গ্রেফতার করা হয়েছে দেড় শতাধিককে। তথ্য প্রযুক্তি মামলায় ৪ দিনের রিমান্ডে থাকা টিটু রায়কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। ঘটনার মূল রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে তদন্ত কমিটি। অগ্নিসংযোগ এবং সংর্ঘষের ঘটনায় জামাত, বিএনপি এবং জাপার তৃণমূলের কয়েক নেতা জড়িত থাকার কথাও জানিয়েছে তদন্ত কমিটি।

এদিকে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তৈরি করে দেয়া নতুন ঘরে উঠেছে ঠাকুরপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ ১১ হিন্দু পরিবার। টিনের ঘর, স্যানিটেশন ও পানির ব্যবস্থাসহ আর্থিক সহযোগিতা পেয়ে অনেকটা স্বস্তিতে ক্ষতিগ্রস্থরা।

সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে গ্রেফতার আতঙ্কে থাকা পার্শ্ববর্তী গ্রামের সাধারণ মানুষকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঠাকুরপাড়ায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। নতুন করে গ্রেফতার করা হয়েছে মমিনপুর ইউনিয়নের ইউপি সদস্য ফজলু ও জয়নালকে।