হাতিরঝিলের অপেরা হাউজের নকশা দেখলেন প্রধানমন্ত্রী

0
214

ঢাকাবাসীর অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হওয়া হাতিরঝিলে প্রস্তাবিত অপেরা হাউজের নকশা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখানো হয়েছে।ঢাকা অপেরা হাউজ কমপ্লেক্স’ শীর্ষক এই প্রকল্পের নকশা বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে উপস্থাপন করা হয়।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে এ বিষয়ে সাংবাদিকদের জানান।সব ধরনের আধুনিক সুবিধাসহ এই অপেরা হাউজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মাণ করবে।

এই প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাইয়িদ মো. মাসুদ এবং স্থপতি প্যাট্রিক ডি রোজারিও প্রধানমন্ত্রীর সামনে এই নকশা উপস্থাপন করেন।হাতিরঝিলে অপেরা হাউজ করার পরিকল্পনার কথা গতবছরই জানিয়েছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন।আন্তর্জাতিক মানের এই অপেরা হাউজে দেশি-বিদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে জানিয়ে মন্ত্রী বলেছিলেন, হাতিরঝিলে একটি দ্বীপ তৈরি করা হচ্ছে; যেখানে ‘ঢাকা আই’ নির্মাণ করা হবে।লন্ডনের টেমস নদীর তীরে নির্মিত ‘লন্ডন আই’ নামের ‘অবজারভেশন হুইলের’ আদলে ‘ঢাকা আই’ নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, যানজট ও জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ২০০৭ সালে হাতিরঝিল সংস্কার প্রকল্প শুরু হয়। পুরনো পয়ঃনিষ্কাশন খালের জায়গায় মাটি খনন করে তৈরি করা হয় লেক।

৩০২ একর জামির ওপর গড়ে ওঠা এ প্রকল্প এলাকায় মোট ১৬ কিলোমিটার সড়ক রয়েছে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই নগরে হাতিরঝিল ঘিরে এক টুকরো খোলা জায়গা পরিণত হয়েছে নগরবাসীর অন্যতম বিনোদনকেন্দ্রে।এরই মধ্যে হাতিরঝিলে চালু হওয়া চক্রাকার বাস সার্ভিস এবং ওয়াটার ট্যাক্সিও জনপ্রিয় হয়ে উঠেছে। নির্মিত হচ্ছে ভাসমান অ্যাম্ফিথিয়েটার। এছাড়া ভাসমান রেস্তোরাঁ, ব্যাটারিচালিত ওয়াটার স্কুটার চালু, বহুতল গাড়ি পার্কিং নির্মাণের পরিকল্পনাও রয়েছে। হাতিরঝিলের অপেরা হাউজের নকশা ছাড়ও প্রধানমন্ত্রীকে জাতীয় যাদুঘর গ্রন্থাগার সমন্বিত প্রকল্পের নকশাও দেখানো হয়।স্থপতি খন্দকার আসিফুজ্জামান রাজন এবং আবু আনাস ফয়সাল এই প্রকল্পের নকশা করেছেন এই প্রকল্পটিও সংস্কৃতি মন্ত্রণালয় বাস্তবায়ন করবে।সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি সচিব ইব্রাহিম হোসেন খান এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এসময় উপস্থিত ছিলেন।