পাবনার চাটমোহরে হাটে শিম বিক্রি করে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে নবীর উদ্দিন মোল্লা (৬০) নামের এক কৃষককে ছিনতাইকারিরা ছুরিকাঘাত করে চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর এলাকায় চাটমোহর-পাবনা মহাসড়কের উপর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কৃষক নবীর উদ্দিনকে স্থানীয়রা প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত কৃষক নবীর উদ্দিন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা দক্ষিনপাড়া গ্রামে মৃত. খয়ের উদ্দিন মোল্লার ছেলে।
জানা গেছে, বুধবার সকালে ক্ষেতের শিম তুলে পার্শ্ববর্তী রাজাপুর হাটে বিক্রি করে বাড়ি ফিরছিলেন কৃষক নবীর উদ্দিন। পথিমধ্যে ভ্যান যোগে চাটমোহর-পাবনা মহাসড়কের রতনপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেল নিয়ে দুইজন যুবক তার ভ্যানের সামনে গিয়ে দাঁড়ায়। এ সময় তারা পুলিশের পরিচয় দিয়ে কৃষক নবীর উদ্দিনের কাছে অবৈধ মালপত্র আছে এই বলে তার শরীর তল্লাশী করে নগদ চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যেতে থাকে। এ সময় কৃষক নবীর তার টাকা চাইতে গেলে পিছন থেকে অপর ছিনতাইকারি তাকে পেটে ছুরিকাঘাত করে হোন্ডা নিয়ে দ্রুত পালিয়ে যায়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পাওয়ার পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।