কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কনডেম সেলের বন্দি বুধবার বিকেলে মারা গেছে। তার নাম আশরাফ আলী ওরফে মালেক (৪৭)। সে বগুড়ার ধুনট থানার বড়চাপড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, আশরাফ আলী দুপুরে বুকে ব্যাথা অনুভব করে। পরে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে বিকাল সোয়া ৩টার দিকে চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন। আশরাফ আলী একটি হত্যা মামলায় ২০১২ সাল থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিল। পূর্বেই তার বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ ছিল।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, কাশিমপুর কারগার থেকে বন্দি আশরাফ আলী হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।