‘পদ্মাবতী’ নিয়ে বিতর্ক

0
0

সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবতী’ নিয়ে বিতর্ক চলছেই। ভারতের কট্টরপন্থিরা চাইছেন এই সিনেমার মুক্তি বানচাল করতে। ওদিকে পয়লা ডিসেম্বরেই সিনেমার মুক্তি দিতে অটল নির্মাতা ও কলাকুশলীরা। এবার সিনেমার প্রধান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বললেন তিনি বিশ্বাস করেন ‘পদ্মাবতী’র মুক্তি কেউ রুখতে পারবে না।

‘পদ্মাবতী’তে ইতিহাস বিকৃতির অভিযোগ আনছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তাদের অভিযোগ এই সিনেমায় চিতোরের রানি পদ্মীনিকে দিল্লির সম্রাট আলাউদ্দীন খিলজীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখানো হয়েছে। এ কারণেই এই সিনেমাকে নিষিদ্ধ দেখতে চান তারা।

এমন কথা যারা বলছে, তাদের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে বলে মনে করছেন দীপিকা। সম্প্রতি মুম্বাইতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘যা ঘটছে তা সত্যিই বিস্ময়কর। আমরা নিজেদের কোথায় এনে ফেলেছি? আর জাতি হিসেবেই বা আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা অনেক পিছিয়ে গেছি।’

তিনি আরও বলেন, ‘একমাত্র সেন্সর বোর্ডের প্রশ্নেরই আমরা উত্তর দিতে বাধ্য। এবং আমি জানি ও বিশ্বাস করি, কিছুই এই সিনেমার মুক্তি রুখতে পারবে না। এখানে কেবল ‘পদ্মাবতী’ই নয়, অনেক বড় এক যুদ্ধের মোকাবেলা করছি আমরা।’

‘পদ্মাবতী’র অংশ হতে পেরে দারুণ গর্বীত বোধ করছেন দীপিকা। তিনি বলেন, ‘এই সিনেমায় দুজন পুরুষ তারকা আছেন। কিন্তু তারপরও নারী চরিত্রটিই নামভূমিকায়। এমন সৌভাগ্য ক’জনের হয়? আমি খুবই গর্বীত এমন এক চলচ্চিত্রের অংশ হতে পেরে।’

‘পদ্মাবতী’তে দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শাহিদ কাপুর।