মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ ০৬ জন পেশাদার ডাকাত আটক

0
238

মৌলভীবাজারের শ্রীমঙ্গল টিকরিয়া সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ পেশাদার ডাকাতকে আটক করেছে। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার বিমান চন্দ্র কর্মকার জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালিঘাট চা বাগানের পাশে শ্রীমঙ্গল টিকরিয়া চৌরাস্তায় রবিবার ভোর রাতে গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় বিভিন্ন অস্ত্র-সস্ত্রসহ পেশাদার ৬ ডাকাতকে আটক করা হয়। তারা হচ্ছে মোঃ আব্দুল কাদির, মিন্টু কপালী, জাহাঙ্গীর মিয়া মোঃ কুদ্দুস মিয়া, জাহাঙ্গীর মিয়া ও মোঃ সানু মিয়া। তাদের বাড়ী হবিগঞ্জ জেলার বাহবল ও শ্রীমঙ্গল থানায়। আটককৃতদের কাছ থেকে চায়নিজ কুড়াল, শাসবল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতির একটি বড় চক্র গড়ে তোলে বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।

হারুন অর রশীদ, মৌলভীবাজার