অভিনব কায়দায় পাথরের ৮টি পিলারের ভেতর থরেথরে ফেন্সিডিল নিয়েও মাদক ব্যবসায়ী রক্ষা পেলেননা পুলিশের হাত থেকে। তাকে ধরা পড়তে হলো লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের হাতে। আর সেই পিলার থেকে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আব্বাস উদ্দিন নামে এক ভ্যান চালককে আটক করে পুলিশ।
১২ নভেম্বর রোববার দুপুরে ঐ উপজেলা শহরে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক ভ্যান চালক আব্বাস উদ্দিন ঐ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বানিয়াটারী গ্রামের শাহাদাত হোসেনের পুত্র।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, পাথরের পিলারের ভ্যানে ফেনসিডিল যাচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আটটি পিলার বোঝাই একটি ভ্যান আটক করে। পরে পিলারগুলো ভেঙে বিশেষ কায়দায় প্লাস্টিক পাইপ বসিয়ে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ভ্যানটি ভারতের সীমান্ত ঘেঁষা দুর্গাপুর থেকে মহিষখোচা যাচ্ছিল বলে জানান তিনি।
এ ঘটনায় মাদক পরিবহনের দায়ে ভ্যান চালকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।