নর্থ সাউথের শিক্ষককে ৭২ ঘণ্টার মধ্যে খুঁজে বের করার দাবি

0
0

মোবাশ্বার হাসান সিজারকে ৭২ ঘণ্টার মধ্যে খুঁজে বের করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সতীর্থ ও শিক্ষকরা।পাঁচ দিনেও নর্থসাউথ ইউনিভার্সিটির এই শিক্ষকের সন্ধান না মেলায় ক্ষোভ জানিয়ে বড় আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সিজার নর্থ সাউথে শিক্ষকতা করেন। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ। তার সন্ধানে থানায় জিডিও করেছে পরিবার।তার সিজারের সন্ধান দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।সমাবেশে সিজারের ছোট বোন তামান্না তাসমিন ‘অতি দ্রুত’ সিজারকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি ভিত্তিহীন প্রচার না চালাতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান বলেন, কারও একার পক্ষে সিজারকে খুঁজে বের করা সম্ভব নয়। এই দায়িত্বটি রাষ্ট্রের।র‌্যাব-পুলিশ সিজারকে ধরে নেওয়ার কথা অস্বীকার করলেও সমাবেশে বক্তাদের অনেকের ইঙ্গিত ছিল, সরকারি কোনো বাহিনীই তাকে আটক করেছে।অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, এদেশে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, জাতির জনকের হত্যার বিচার হয়েছে। মোবাশ্বার কী এমন অপরাধ করেছে যেটির বিচার হওয়া সম্ভব নয়, তাকে অগোচরে শেষ করে দেওয়া হবে।এভাবে কোনো নাগরিককে ধরে নেওয়া যায় না। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। মোবাশ্বারকে ফিরিয়ে না দিলে আরও বড় আন্দোলন করব আমরা। প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, সিজারকে ৭২ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দেওয়া হোক।সহকারী অধ্যাপক শবনম আযীম বলেন, কিছুদিন আগে সিজার একদিন ফোনে বলেছিল- ‘কিছু একটা ঘটবে, আমার ভাল লাগছে না’।

আজ সে নিখোঁজ। রাষ্ট্রযন্ত্রের কাছে অনুরোধ, সিজারের শাস্তি পাওনা হলে তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু জীবিতভাবে সামনে আনা হোক।সমাবেশের সভাপতি অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, এই গুম আর বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।অধ্যাপক আলী রিয়াজের একটি গবেষণার বরাতে তিনি বলেন, গত কয়েক মাসে প্রতি ১০০ ঘণ্টায় একজন ব্যক্তি নিখোঁজ হন।চ্যানেল আই-এর বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন, এই রাষ্ট্রের সবকিছু এক ব্যক্তিকেন্দ্রিক, তিনি আমাদের প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি এবং ডটার অফ পিস খেতাব পেয়েছেন। তার কাছে আমাদের প্রত্যাশা তিনি তার সংস্থাগুলোকে সিজারকে খুঁজে পেতে নির্দেশ দেবেন।সমাবেশে সঞ্চালনা করেন সাবেক সাংবাদিক শরিফুল হাসান।