উন্মোচিত হলো ২০১৮ রাশিয়া বিশ্বকাপের অফিশিয়াল বল

0
0

আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের অফিশিয়াল বল। ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বল উন্মোচন করে। এ সময় উপস্থিত ছিলেন সবশেষ ৫ বিশ্বকাপজয়ী দলের ৫ কিংবদন্তী সদস্য। রিয়াল মাদ্রিদ কোচ ও ফ্রান্সের সাবেক ফুটবলার জিনেদিন জিদান, ইতালির অ্যালেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাবি আলোনসো, জার্মানির লুকাস পোডোলস্কি এবং ব্রাজিলের কাকা।

এছাড়াও ছিলেন আর্জেন্টিনা ও বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি। এবারের বলটি ১৯৭০ ফিফা বিশ্বকাপ বলের আদলে তৈরি করা হয়েছে। বলটির নাম ‘টেলস্টার’। অ্যাডিডাসের ভাষ্যমতে, যা এসেছে স্টার অব টেলিভিশন থেকে। সাদা-কালো পর্দায় ফুটিয়ে তোলার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ১৯৭০ বিশ্বকাপের বলটি তৈরি করা হয়েছিল। এবারো সেই মডেল অনুসরণ করা হয়েছে। বলটির পরীক্ষায় জড়িত ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মত ক্লাবগুলো। আগামী বছরের জুন-জুলাইয়ে রাশিয়ার ১১টি শহরে হবে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর।