লালমনিরহাটে পুরুষের ব্যতিক্রমী রান্না উৎসব

ব্যতিক্রমী রুপে লালমনিরহাটে পুরুষের রান্না উৎসব অনুষ্টান অনুষ্টিত হয়েছে। বৃহষ্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গনে এ্যাকশন এইড এসকেএস ফাউন্ডেশনের অায়োজনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হউ।

এ্যাকশন এইড এসকেএস ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম অফিসার রজব অালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল অারিফ।

এ সময় বিশেষ অতিথি রুপে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার লিজা বেগম, বীর প্রতীক ক্যাপ্টেন (অব:) অাজিজুল হক, এ্যাকশন এইড এর উপপরিচালক শেখ মন্জুর ই অালম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক বিধু ভুষন রায়, জেলা অাওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম রাজু, কবি ও সাহিত্যক ফেরদৌসী বেগম, এসকেএস ফাউন্ডেশনের কো অডিনেটর সুলতান পারভীন প্রমুখ।

পুরুষের রান্না ব্যতিক্রমী এ উৎসবে ২১টি ষ্টল স্থাপন করা হয়। ষ্টলে ভিন্ন ধরনের খাবার রান্না করে রাখা হয়েছে। অতিথিরা ষ্টলগুলো ঘুরে দেখেন ও খাবারের মান যাচাই করেন।

আলোচনা শেষে ষ্টল স্থাপন শ্রেষ্ট পুরুষ রান্নায় প্রথম পুরুষ্কার হাফিজুল ইসলাম ১৬নং ষ্টল (ভাত ও বার প্রকার ভত্তা), ২য় পুরুস্কার ৫ নং ষ্টল ইসমাইল হোসেন (পিঠা) ও ৩য় পুরুস্কার ১৭নং ষ্টল খোরশেদ অালম (পান)।