ইউনেস্কোর নির্বাহী পর্ষদে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

0
137

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর নির্বাহী পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে সংস্থাটির ৩৯তম সাধারণ অধিবেশনে ওই নির্বাচন হয়। এতে বিশ্বের ১৮৪টি দেশ অংশ নেয়। ১৪৪ ভোট পেয়ে তৃতীয় বারের মতো সংস্থাটির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে গ্রুপ চার থেকে সাতটি দেশ প্রতিদ্বন্দ্বীতা করে। এ গ্রুপ থেকে নির্বাচিত অন্য দেশগুলো হলো চীন, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও কুক আইল্যান্ড। নির্বাহী পর্ষদ ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

ইউনেস্কোর ৩৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।