‘বিশ্ব পরমাণু ক্লাব’-এ যুক্ত হলো বাংলাদেশ

0
0

বাংলাদেশ আণবিক শক্তি কমিশনকে (বিএইসি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা ও নির্মাণ কাজের লাইসেন্স দিয়েছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি (বিএইআরএ)। এই লাইসেন্স প্রাপ্তির মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ কাজ শুরুর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব পরমাণু ক্লাব’ (নিউক্লিয়ার নেশন)-এ ৩২তম দেশ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ। ৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএইসি’র চেয়ারম্যান দিলিপ কুমার সাহার কাছে শর্তসাপেক্ষে এই লাইসেন্স তুলে দেন বিএইআরএ’র চেয়ারম্যান নঈম চৌধুরী।

আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ পর্বের প্রাথমিক কাজ (ফার্স্ট কংক্রিট পৌরিং বা এফসিপি) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন, রোসাটমের মহাপরিচালক নিকোলাই স্পাস্কি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবর ও নিউক্লিয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের পরিচালক ড. সত্যজিৎ ঘোষ প্রমুখ।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মিত হবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ১৯৬১ সালে পাকিস্তান আমলে এ ‍বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম প্রস্তাব করে তৎকালীন সরকার ২৫৩ দশমিক ৯০ একর জমি বরাদ্দ দেয়। ১৯৬৩ সালে বেশকিছু পর্যালোচনার ভিত্তিতে ৭০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের অনুমোদন দেয় ঐ সরকার। ১৯৬৪ এবং ১৯৬৬ সালে বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে আলোচনা হয় কানাডিয়ান সরকারের সাথে।  যা পরবর্তীতে সুইডিশ সরকার এবং নরওয়েজিয়ান সরকারের সাথেও আলোচনা হয়। তবে প্রকল্প বাস্তবায়নের বাস্তব কোনো অগ্রগতি হয়নি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭৪ সালে সোভিয়েত ইউনিয়নের সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে আলোচনা হলেও কোনো ফলাফল পাওয়া যায়নি।

সর্বশেষ ২০০৯ সালের বাংলাদেশ সরকার পুনরায় রাশিয়ার সাথে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আলোচনা শুরু করে এবং একই বছরের ১৩ই ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক বা এমওইউ (মেমোরেনডাম অফ আন্ডার্সটেনডিং) স্বাক্ষরিত হয়। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গত ২৬ জুলাইয়ে রাশিয়ার অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে একটি ‘স্টেট এক্সপোর্ট ক্রেডিট’ চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়নে করবে। প্রকল্পটি ২০১৬ থেকে শুরু হয়ে আগামী ২০২৫ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ৬ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সে সময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানান, ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের বাস্তবায়ন হলে ৬০ বছর নিরবিচ্ছন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। এ বিদ্যুৎ কেন্দ্রের কমিশনিং, পরিচালন এবং রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন পর্যায়ে দুই হাজার ৫৩৫ জন কাজ করবে। এছাড়াও প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে বিভিন্ন পর্যায়ে ৩৬৯ জন লোক নিয়োজিত থাকবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল পর্বের কাজ বাস্তবায়নে প্রকল্প সহায়তা হিসেবে রাশিয়া ৪ শতাংশ সুদহারে ৯১ হাজার ৪০ কোটি টাকা বা ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে। ১০ বছরের রেয়াতকালসহ ২০ বছর মেয়াদে এ ঋণ পরিশোধ করতে হবে। সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে বাকি ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের শুরু থেকেই বাংলাদেশ পারমাণবিক বর্জ্য রাশিয়ায় ফেরত পাঠানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে। এ নিয়ে গত ৩০ আগস্ট বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) নিঃসরিত বিপজ্জনক পারমাণবিক বর্জ্য অপসারণ নিয়ে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।