অপহৃত শিশু উদ্ধারসহ ৩ অপহরণকারী গ্রেফতার

0
194

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ ও গোয়েন্দা উত্তর বিভাগের গুলশান জোনাল টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে গুলশান পুলিশ প্লাজা হতে অপহৃত শিশু উদ্ধারসহ ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে। গত ৪ নভেম্বর ২০১৭ তারিখ সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তেজগাঁও-বিজয়সরণি ফ্লাই ওভার ও হাতিরঝিল মধ্য কুনি পাড়া হতে অপহৃত শিশু উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম- ১। রুবেল রানা ২। শিপন শেখ ও ৩। মোঃ সাগর।

গত ০৩/১১/২০১৭ ইং তারিখে রাত অনুমান ১৯.০০ টায় মোঃ মোমিন আহম্মেদ তার স্ত্রী নাজমুন আক্তার ও শিশু সন্তান তাওসিফুর রাহিমসহ (৬) পুলিশ প্লাজাতে আসেন। অপহরণকারী রুবেল রানা ও তার সহযোগীরা উক্ত শিশুকে প্রলোভন দেখিয়ে শপিং মল থেকে অপহরণ করে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার হাতিরঝিল সংলগ্ন মধ্য কুনি পাড়ায় নিয়ে যায়। তারা অপহৃত শিশুর জীবনের বিনিময়ে তার বাবার কাছে মুক্তিপণ ১০ লাখ টাকা দাবী করে। অপহরণকারীরা ভোর আনুমানিক ৪.০০ টার দিকে র‌্যাংগ্স ভবন ফ্লাই ওভার এর নিচে মুক্তিপণের টাকার জন্য আসে। গোয়েন্দা কর্মকর্তাবৃন্দ ছদ্মবেশে তেজগাঁও-বিজয়সরণি ক্রসিং এর আশে পাশে অবস্থান নেয়। তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে গোয়েন্দা কর্মকর্তারা ধীরে ধীরে অগ্রসর হন। পুলিশের উপস্থিতি টের পেয়েই উপর্যুপরি গুলি বর্ষণ করতে করতে অপরহণকারী দলটির প্রাইভেটকারযোগে (মেরুন রং এর) পালিয়ে যেতে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে ০৫ রাউন্ড পিস্তলের গুলি বর্ষণ করে। এক পর্যায়ে অপহরণকারী দলের একজন গাড়ী থেকে নিচে পড়ে যায়। জিজ্ঞাসাবাদ করলে সে জানায় মধ্য কুনি পাড়ার হাতিরঝিল সংলগ্ন একটি ঘনবসতিপূর্ণ বাড়ীর ৩য় তলায় অপহৃত শিশুটি অপর অপহরণকারীদের হেফাজতে আছে। তাৎক্ষণিকভাবে গোয়েন্দা দল উক্ত বাড়ীটিতে উপস্থিত হয় এবং অপর দুই জন অপহরণকারীকে গ্রেফতার পূর্বক অপহৃত শিশুটিকে উদ্ধার করে। উক্ত অভিযান পরিচালনার সময় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব গোলাম সাকলায়েন গুরুতর আহত হন।

উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা