কাতালোনিয়ায় বরখাস্ত হওয়া ৮ মন্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন স্পেনের আদালত। বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই আদেশ দেন। আদালতের সমন জারির পরও কার্লেস পুইদেমন্ত-সহ অন্য যে নেতারা আদালতে হাজির হননি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতের প্রতি আবেদন জানিয়েছেন স্পেনের প্রধান আইনপ্রণেতা।
মাদ্রিদের পরিস্থিতি বিবেচনায় বেলজিয়াম থেকেই আদালতের কার্যক্রম পরিচালনার কথা জানান পুইদেমন্তের আইনজীবী। কাতালান নেতাদের কারাগারে পাঠানো গণতন্ত্রের মৌলিক নীতির লঙ্ঘন উল্লেখ করে তাদের মুক্তি দাবি করেছেন কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট।
বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার কাতালোনিয়ার ভেঙে দেয়া পার্লামেন্টের ৯ সদস্য মাদ্রিদের সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেন। তাদের মধ্যে বাণিজ্যমন্ত্রী স্যাটিভিয়াকে জামিন দেন বিচারক। শুক্রবারের আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটির আগে পদত্যাগ করায় তাতে জামিন দেয়া হয়। প্রধান আইনপ্রণেতা বাকি ৮ জনকে গ্রেফতারের আবেদন জানালে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের একটি বিশেষ গাড়িতে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। কাতালোনিয়ার বরখাস্তকৃত নেতারা মামলায় দোষী সাব্যস্ত হলে তাদের ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মামলার শুনানি ৯ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
আইনজীবী বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা খণ্ডনের জন্য প্রস্তুতি নিতে আমরা আরো ১ সপ্তাহ সময় পেয়েছি। আমার মক্কেলদের নির্দোষ প্রমাণে এই সময়ের মধ্যে যথেষ্ট তথ্য প্রমাণ যোগাড় করতে পারবো বলে আশা করছি।
তবে পুইদমেন্তসহ তার ৫ মন্ত্রী বেলজিয়ামে অবস্থানের কারণে শুনানিতে হাজির হতে পারেননি। মাদ্রিদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পুইদেমন্ত ব্রাসেলসে অবস্থান নিয়ে আদালত কার্যে অংশ নেবেন বলে জানান তার আইনজীবী। তবে সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় প্রধান আইনপ্রণেতা, কাতালান প্রধান পুইদেমন্তসহ বেলজিয়ামে অবস্থানরত অন্য ৪ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান।
আদালতের এমন নির্দেশের পর ব্রাসেলস থেকে দেয়া এক বিবৃতিতে পুইদেমন্ত অবিলম্বে তার নেতাদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান। সরকারের এই পদক্ষেপ গণতন্ত্রের মৌলিক নীতির লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, কাতালানবাসী গণতান্ত্রিক উপায়ে তাদের রায় জানিয়েছে। গণতন্ত্রের নীতি মেনে চলার কারণে আজ আমার নেতাদের বন্দি করে রাখা হয়েছে। কাতালোনিয়ার ওপর রাজনৈতিক নিপীড়ন চালানো হচ্ছে। আমি তাদের মুক্তি দাবি করছি। সরকারের উচিত সব রাজনৈতিক মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
পুইদেমন্তের এই বক্তব্য কাতালান টিভিতে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন স্বাধীনতাপন্থীরা। এ সময় তারা অবিলম্বে নেতাদের মুক্তির দাবি জানায়।
বিক্ষোভে আসা এক নারী বলেন, আইনের নামে সরকার গণতন্ত্র উপেক্ষা করছে। কিন্ত তাদের জেনে রাখা ভালো, কাতালোনিয়া একদিন স্বাধীন হবে। নির্যাতন চালিয়ে আমাদের এই দাবি দমিয়ে রাখা যাবেনা।
বিক্ষোভে আসা এক ব্যক্তি বলেন, স্বাধীনভাবে মত প্রকাশ যেনো অপরাধ হয়ে গেছে। তাহলে আমাদেরও জেলে ঢোকান। আমাদের নেতাদের মুক্তি দেয়া না হলে, কাতালোনিয়াবাসী জেলে হানা দেবে।
গত পহেলা অক্টোবর আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাতালোনিয়ায় গণভোট আয়োজন এবং এর ৪ সপ্তাহ পর আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটিতে কাতালান নেতারা স্বাধীনতার ঘোষণার পক্ষে রায় দিলে কড়া অবস্থানে যায় মাদ্রিদ।
গত সপ্তাহে স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় রাজ্যটির স্বায়ত্বশাসন স্থগিত করার পাশাপাশি পুইদেমন্তসহ ৭ নেতাকে বরখাস্ত করেন। আঞ্চলিক পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণার পাশাপাশি ২১ ডিসেম্বর প্রাদেশিক নির্বাচনের ঘোষণা দেন রাহয়।
পরে স্পেনের প্রধান আইনপ্রণেতা শীর্ষ কাতালান নেতাদের বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রীয় তহবিলের অব্যবহারের অভিযোগ দায়ের করেন। তারপরই বেলজিয়ামে চলে যান পুইদেমন্তসহ তার মন্ত্রিসভার ৫ নেতা। পরে আদালত ২০ নেতার বিরুদ্ধে সমন জারি করে।