রাজধানীর বাড্ডায় বাবা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহীন মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে খুলনা শহর থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, খুলনা পুলিশের সহায়তায় বাড্ডা থানা পুলিশের একটি দল শাহীনকে গ্রেপ্তার করে। এর আগে বৃহস্পতিবার রাতে নিহত জামিলের ভাই শামীম শেখ তাঁর ভাবি আর্জিনা ও ভাইয়ের বাসার সাবলেট থাকা শাহীনকে আসামি করে বাড্ডা থানায় একটি মামলা করেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ইউএনবিকে বিষয়টি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাড্ডার ময়নারবাগ এলাকার বাসায় জামিল (৩৮) ও তাঁর মেয়ে নুসরাতের (৯) লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। পুলিশের ভাষ্য, জামিলের শরীরে আঘাতের চিহ্ন আছে। অন্যদিকে নুসরাতকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য জামিলের স্ত্রী আর্জিনাকে আটক করেছে পুলিশ। পুলিশের বাড্ডা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আশরাফুল কবির জানান, জামিলের স্ত্রী আরজিনা বেগমের সঙ্গে শাহীনের পরকীয়া ছিল। এর জেরেই জামিল ও তাঁর মেয়েকে হত্যা করা হতে পারে।