ইউটিউবে প্রকাশিত হলো ‘হালদা’ চলচ্চিত্রের টিজার। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। হালদা নদী ও পাশ্ববর্তী মানুষের জীবন-যাত্রা নিয়েই নির্মিত হয়েছে এ ছবিটি। ছবির বেশকিছু দৃশ্যে মাছের প্রজনন সময় দেখানো ছাড়াও সে সময়ে নদীর পার্শ্ববর্তী মানুষের জীবনচিত্রও দেখানো হবে। সিনেমাটিতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, তিশা ও জাহিদ হাসান। ছবিতে ফজলুর রহমান বাবুর মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিশা। এছাড়া আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান এবং মোশাররফ করিম। মূলত চট্টগ্রামের বিখ্যাত হালদা নদী নিয়ে তৌকীর আহমেদ নির্মাণ করছেন এই চলচ্চিত্রটি।
বিপন্ন এই নদী; জৌলুস হারিয়েছে নদীর দুই পাড়ের জেলে ও গ্রামবাসীর জীবন যাপনও। হালদা পাড়ের মানুষ গর্ভবতী নারীকে যেরকম মমতার চোখে দেখে, ডিমওয়ালা মাছকে একইরকম ভালোবাসে তারা। সেই ভাবনা থেকেই গল্পকার আজাদ বুলবুল লিখেছেন ‘হালদা’ চলচ্চিত্রের গল্পটি। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদীকে বাঁচাতে তৌকীর আহমেদের এ উদ্যোগ দারুণভাবে প্রশংসনীয় হচ্ছে সর্ব মহলে। প্রসঙ্গত, ‘হালদা’ হচ্ছে হবে তৌকীর আহমেদের পঞ্চম ছবি।