রোহিঙ্গারা দীর্ঘমেয়াদে থাকলে সহিংস প্রবণতা বাড়বে: টিআইবি

0
0

বাংলাদেশে নিবন্ধিত হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। এমন আশঙ্কা করছে কিছু দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা। তাই শরণার্থীদের এ কাজে তারা নিরুৎসাহিত করছে বলে অভিযোগ উঠেছে। তাই নিবন্ধন নিয়ে রোহিঙ্গাদের মধ্যে সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি।বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এর শিরোনাম ছিল ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অবস্থানজনিত সমস্যা: সুশাসনের চ্যালেঞ্জ বিষয়ক সমীক্ষা। এতে কিছু বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে।
টিআইবির মেঘমালা সম্মেলন কক্ষে রোহিঙ্গাদের নিবন্ধন প্রসঙ্গে বক্তারা বলেন, রোহিঙ্গাদের মধ্যে এই ধারণা পরিষ্কার নয়। বরং কিছু ক্ষেত্রে ভুল ও নেতিবাচক ধারণা দেখা গেছে। বেসরকারি সংস্থাগুলো নিবন্ধনে তাদের নিরুৎসাহিত করছে বলে অভিযোগ রয়েছে। তাছাড়া বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়ার ক্ষেত্রে লোকবল ও কেন্দ্রের সংখ্যা পর্যাপ্ত নয়। কেন ও কোন সংস্থাগুলো নিবন্ধিত হতে রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে এমন প্রশ্ন করা হয় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানকে। তিনি বলেন, কারা নিরুৎসাহিত করছে তা প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা থাকায় প্রকাশ করা যাচ্ছে না। তবে দেশি ও আন্তর্জাতিক উভয় সংস্থা এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। নিবন্ধিত হলেই মিয়ানমারে ফিরে যেতে হবে এমন কারণ বলা হচ্ছে। ফিরে তো যেতেই হবে। কিন্তু তার আগে পরিবেশ সৃষ্টি হবে। তখন ফেরত পাঠানো হবে।এই সমস্যা সমাধানে প্রচারণা বৃদ্ধির পাশাপাশি ত্রাণের সঙ্গে নিবন্ধন বাধ্যতামূলক করার সুপারিশ রেখেছে টিআইবি। রোহিঙ্গারা দীর্ঘমেয়াদে এ দেশে থাকলে তাদের মধ্যে সহিংস হওয়ার প্রবণতা বাড়বে বলে আশঙ্কা করছেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেছেন, কোনও গোষ্ঠী সহিংসতার শিকার হলে তখন তাদের মধ্যে দীর্ঘমেয়াদে সহিংস হওয়ার প্রবণতা বাড়ে। রোহিঙ্গাদের ক্ষেত্রেও বাড়ছে। এটা খুবই স্বাভাবিক। ক্যাম্প লাইফ, বিভিন্ন চ্যালেঞ্জসহ সবকিছু মিলিয়ে তাদের মধ্যে সহিংসতা, উগ্র মতাদর্শ ও আচরণের বিকাশ ঘটার আশঙ্কা রয়েছে। প্রতিহিংসা ও সংগঠিত হয়ে তারা উগ্র হয়ে গেলে অস্বাভাবিক লাগবে না।

সমীক্ষা প্রতিবেদনে রোহিঙ্গাদের সীমানা অতিক্রম, বর্তমান অবস্থান, খাদ্য, বস্ত্র,স্বাস্থ্য, পানি, পয়ঃনিষ্কাশন, নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চিহ্নিত করা হয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ ও সমাধানের চ্যালেঞ্জগুলো।