রোহিঙ্গাদের অবিলম্বে নিরাপদে নিজ দেশে ফেরত নেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকার এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার দুপুরে উখিয়ার ময়নার ঘোনা ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন খালেদা জিয়া। এসময় তিনি প্রথমে রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জানান এবং তিনিই প্রথম রোহিঙ্গাদের আশ্রদানের আহ্বান জানিয়েছেন বলে দাবি করেন।
খালেদা জিয়া বলেন, এরপর সরকার কিছুটা তৎপর হয়। তবে সরকারের যেভাবে পদক্ষেপ নেয়া উচিত ছিলো তাতে তারা ব্যর্থ হয়েছে। ‘আমাদের দেশের মানুষ গরীব হওয়ার পরও মানবতার খাতিরে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। আমার নির্দেশে বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা সাহায্য করছে। সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছে। বিএনপি যেভাবে ত্রাণ তৎপরতা চালাচ্ছে, সেভাবে সরকারের তৎপরতা দেখা যাচ্ছে না।’
এসময় তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে রোহিঙ্গাদের প্রতি সাহায্য জোরদার করার আহ্বান জানান এবং অবিলম্বে তাদের নিজ দেশে নিরাপদের সাথে ফেরত যেতে এবং নাগরিকত্ব প্রদান করার জন্য আন্তর্জাতিক কূটনীতি জোরদার করার কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতে হবে। তাদের নিরাপদে, নাগরিকত্ব সহ মিয়ানমারে চলে যাওয়ার পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গারা এদেশের পরিবেশ নষ্ট করছে। গাছ কেটে ফেলছে। এটা অব্যাহত হতে পারে না। কক্সবাজার থেকে দুপুর পৌনে ১টায় উখিয়ার ময়নার ঘোনা ক্যাম্পে আসেন তিনি। পর্যায়ক্রমে তিনি বালুখালি, হাকিমপাড়া ও পানবাজার ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন। রোহিঙ্গাদের মাঝে ৪৫ ট্রাকে করে ১১০ টন চাল সেনাবাহিনীর কাছে হস্তন্তার করে বিএনপি।