ট্রেনের ২ হাজার টিকিটের প্রায় সাড়ে ১১ লাখ টাকা আত্মসাতের দায়ে দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত কার্যালয় সিরাজগঞ্জের সাবেক রেলওয়ে স্টেশন মাষ্টার ও বুকিং সহকারীকে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে পাবনা শহরতলীয় চাঁদাখার বাঁশতলা থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দুদক পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনের সাবেক মাস্টার গ্রেড-২, বর্তমান কর্মস্থল নাটোর রেলওয়ে স্টেশন, মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের খান আলী হোসেনের ছেলে খান মোঃ মনিরুজ্জামান (৫৬) ও সিরাজগঞ্জের উল¬াপাড়া রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং সহকারী, (চাকুরীচ্যুত) গ্রেড-২, একই জেলার সদর উপজেলার সয়াগোবিন্দ ভাসানী রোডের মোঃ আজিজুর রহমানের ছেলে মোঃ রোকনুজ্জামান মিলন (৩৫) পরস্পর যোগসাজসে গত ০৯/০২/২০১৪ খ্রি: হতে ২৭/০৩/২০১৪ খ্রি: তারিখের মধ্যে ০৯/০২/২০১৪ তারিখে CNB ০১৭৪৬০০১- ০১৭৫৫০০০ নং সিরিয়ালের ৯০০০ টি ব¬াঙ্ক টিকেট, গত ০৮/০৩/২০১৪ তারিখে CNB ০২৭৯০০০১- ০২৭৯৯০০০ নং সিরিয়ালের মোট ৯০০০ টি ব¬াঙ্ক টিকেট, ২৭/০৩/২০১৪ তারিখে CNB ০৩৮৪০০০১- ০৩৮৪৯০০০ নং সিরিয়ালের মোট ৯০০০টি টিকেট চালানমূলে গ্রহণ করেন। উক্ত টিকিটগুলির মধ্যে CNB ০১৭৫০৫০১-০১৭৫১০০০ সিরিয়ালের ৫০০টি, CNB ০২৭৯০৫০১-০২৭৯১০০০ সিরিয়ালের ৫০০টি, CNB ০২৭৯৭০০১-০২৭৯৭৫০০ সিরিয়ালের ৫০০টি, CNB ০৩৮৪৮০০১-০৩৮৪৮৫০০ সিরিয়ালের ৫০০টিসহ ২ হাজার টিকেটের মূল্য বাবদ ১১ লক্ষ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় চলতি বছরের ২৯ আগষ্ট দুদকের পাবনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ গোলাম মাওলা মামলাটি দায়ের করেন এবং তদন্ত করছেন। মামলাটির তদারককারী কর্মকর্তা হিসেবে কাজ করছেন দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবুবকর সিদ্দিক।