পাবনা-ঢাকা মহাসড়কে দু‘টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও অর্ধশাতধিক নারী-পুরুষ যাত্রী আহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাাঁথিয়া উপজেলার বনগ্রাম-চিনাখড়ার মধ্যবর্তীস্থান বহালবাড়ীয়ায় পাবনাগামী আলী এক্সপ্রেস ও সিরাজগঞ্জগামী সুমি ট্রাভেলসের বাস একে আপরকে সাইড কেটে বের হওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দূর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার ও দূর্ঘটনা কবলিত বাস দু’টিকে রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
নিহত ৭ জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন, সদর উপজেলার বাগচীপাড়া গ্রামের গফুর আলী বিশ্বাসের ছেলে আয়েত আলী বিশ্বাস (৫৫), আতাইকুলা থানার বৃহস্পতিপুর গ্রামের মকবুল প্রামানিকের ছেলে আবুল কালাম (৩৭) ও সুমি ট্রাভেলসের বাসের চালক রিপন হোসেন (৪৫)। নিহত অপর ৪ জনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৩৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজন। এদের মধ্যে ৭ জনকে রাজশাহী মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতালের জরুরী বিভাগ সুত্রে জানা গেছে।