দেইর এজরে সিরীয় সেনা ও আইএস’র সংঘর্ষে নিহত ৭৩

0
0

সিরিয়ার দেইর এজর শহরে গত ২৪ ঘন্টায় সরকারি সেনা ও আইএস’র মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছে।ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। খবর এএফপি’র।

দেইর এজর প্রদেশের রাজধানী দেইর এজর শহরের অধিকাংশ এলাকা এখন সিরীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। শনিবার থেকে সিরীয় সেনারা ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের মোকাবেলা করে আরো সামনের দিকে অগ্রসর হচেছ।পর্যবেক্ষক সংস্থাটি বলছে, শনিবার উভয়পক্ষের যুদ্ধে অন্তত ৫০ আইএস যোদ্ধা ও ২৩ সিরীয় সেনা ও সরকারপন্থী মিলিশিয়া বাহিনীর সদস্য নিহত হয়েছে।অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, সরকারি বাহিনী আরো দুটি নতুন এলাকা ও মিউনিসিপ্যল স্টেডিয়াম দখলে নিয়েছে।দেইর এজরের অধিকাংশ এলাকা এক সময়ে আইএস’র নিয়ন্ত্রণে ছিল। কিন্তুসেপ্টেম্বরের প্রথমদিক থেকে শহরটির অধিকাংশ এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।