আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। নির্বাচনের সময় এ সরকার অন্তবর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে ও নির্বাচন কমিশনের কাজে সাহায্য করবে।শনিবার কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে ভোলা শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন সভায় সভাপতিত্ব করেন। তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছেন। তাদের থাকা-খাওয়া-চিকিৎসার ব্যবস্থা করেছেন। আর এতে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। তার এমন কাজে প্রশংসা করছে সবাই।কমিউনিটি পুলিশিংয়ের ব্যাপারে তিনি বলেন, পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে আনার জন্য কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে আগামী দিনগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলাতে এখন এক পয়েন্ট দুই ট্রিলিয়ন গ্যাস রয়েছে। আরও একটি গ্যাসকূপ খননের কাজ শুরু হবে। আশা করা হচ্ছে, এখান থেকে আরও ৭০০ বিলিয়ন গ্যাস পাওয়া যাবে। এতে জেলায় গ্যাসের মজুত হবে দুই ট্রিলিয়ন, যার ফলে ভোলায় অনেক শিল্প-কলকারখানা স্থাপিত হবে।
গ্রামের মানুষ এখন অনেক ভালো আছে উল্লেখ করে তিনি আরও বলেন, গ্রামের মানুষের জীবনমান আগের চেয়ে উন্নত হয়েছে।’ তিনি বলেন, ভোলায় নদী ভাঙন বন্ধে ব্যাপক কাজ হয়েছে। এতে এ জেলায় এখন আর আগের মতো নদী ভাঙে না। ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের জন্য ৪০ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাছাইয়ের কাজ চলছে। এই সেতু স্থাপিত হলে ভোলা আর বিচ্ছিন্ন জেলা থাকবে না।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার মোসায়েদ প্রমুখ।এর আগে জেলা পুলিশের আয়েজনে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে শেষ হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে র্যালিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ্রগ্রহণ করেন।