গাজীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে নিয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুরে বার্ষিক কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে গাজীপুর জেলা পুলিশ আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালী পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
র‌্যালী শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ইকবাল হোসেন সবুজ, সাবেক এমপি মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কাজী আলিমউদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন গাজীপুর আদালতের জিপি এডভোকেট আমজাদ হোসেন বাবুল, পিপি হারিছ উদ্দিন আহমেদ, গাজীপুর বারের সভাপতি এডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী ও সাধারণ স¤পাদক এডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স, কমিউনিটি পুলিশ গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক মো. সুলতান আহামদ সরকার প্রমুখ। পরে জনশৃংখলা, মাদক নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার স্বীকৃতি সরূপ কমিউনিটি পুলিশিং এ অবদান রাখার জন্য ১২ জন পুলিশ সদস্য এবং ১২ জন কমিউনিটি পুলিশ সদস্যকে সনদ প্রদান করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলার খ্যাতিমান শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করেন।