টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৃষি ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারসহ সার্বিক উন্নয়নের ওপর জোর দিতে হবে বলে অভিমত বিশেষজ্ঞদের।পানি বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে বিরূপ অবস্থার সৃষ্টি হচ্ছে তা মোকাবেলায় সক্ষমতাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকে ত্বরান্বিত করবে।শনিবার রাজধানীর বুয়েট অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব কথা।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট মিলনায়তনে শনিবার সকালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থপতি, প্রকৌশলী এবং পরিকল্পনাবিদদের ভূমিকা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।
জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতিতে যে বিরূপ অবস্থার সৃষ্টি হয়েছে তার জন্য এখন থেকেই বাংলাদেশের প্রস্তুত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।অধ্যাপক আইনুন নিশাত বলেন, শুধু উন্নয়নের পিছনে ছুটলেই করলেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হবে না এজন্য প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে।টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে নতুন কী কী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব তা খুঁজে বের করতে প্রকৌশলীদের এগিয়ে আসার আহবান জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।