ঝিনাইদহে ৭’শ কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রনোদনা হিসাবে বিনামুল্যে বিভিন্ন ধরনের সার এবং উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ সার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ।

এসময় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক গ্রীন চাষী ইদ্রিস আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রনোদনা হিসাবে সদর উপজেলার ৭’শ কৃষকদের মাঝে বিনামুল্যে প্রত্যেককে ৩০ কেজি সার ও ১ কেজি করে বীজ বিতরণ করা হয়। এছাড়াও রবি ও খরিপ-১ মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে, পর্যায়ক্রমে ১৭’শ কৃষকদের মাঝে ভূট্টা, ৫’শ কৃষকদের মাঝে মুগ ডালের বীজ, ৩’শ কৃষকদের মাঝে তীল বীজ ও ৪ ‘শ কৃষকদের মাঝে বিটি বেগুণের বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষি বান্ধব সরকারের সাফল্য অর্জনে আরও একধাপ এগিয়ে নিতে সহযোগীতা করা হবে বলে জানায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান।