খ্যাতিমান কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছোটগল্প কেরানীর বউ।যা এবার নাটক আকারে আসছে টিভি পর্দায়। আর এতে কেরানির বউয়ের চরিত্রে অভিনয় করেছেন সারিকা।শুভাশীষ সিনহার নাট্যরূপের এটি সম্প্রতি নির্মাণ করেছেন আশরাফি মিঠু। যেখানে সারিকার বিপরীতে কেরানি চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া।
গল্পটি প্রসঙ্গে সারিকা জানান, তার জামাই কেরানির চাকরি করেন। স্বাভাবিক, সংসারে লেগে থাকে নানা টানাপোড়েন। তার ভাষায়, বাঙ্গালী সমাজের চিরাচরিত সাংসারিক জীবন উঠে এসেছে এ নাটকে। দেখে ভালো লাগবে।নাটকটি প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে ২৭ অক্টোবর রাত ৮টা ৪৫ মিনিটে।