রোহিঙ্গাদের ফেরাতে কাজ শুরু হয়েছে : সু চি

সেনাবাহিনীর হামলা-নির্যাতন-ধর্ষণের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারের রাখাইন প্রদেশে ফেরত নেওয়ার জন্য কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় পরামর্শক ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। আজ বুধবার সকালে মিয়ানমার সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানী নেপিদোতে সাক্ষাৎ করতে গেলে সু চি এ কথা বলেন।

ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু এসব তথ্য জানিয়ে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধিদল সু চির সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘মিয়ানমারের নেত্রী অং সান সু চি বাংলাদেশের প্রতিনিধিদলকে বলেছেন, যেসব রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, তাদের স্বদেশে ফেরত নিতে তাঁর সরকার কাজ শুরু করেছে। এর পাশাপাশি রোহিঙ্গাদের সমস্যা সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশন যে সুপারিশ করেছে, তার বাস্তবায়নের জন্যও কাজ করছে মিয়ানমার।’

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সু চিকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান। জবাবে সু চি সুবিধামতো কোনো একসময় তিনি বাংলাদেশ সফর করবেন বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। নতুন করে সহিংসতা শুরুর পর গত ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্য থেকে পালিয়ে প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। একে জাতিসংঘ ‘জাতিগত নিধনের ধ্রুপদী’ উদাহরণ বলে অ্যাখ্যা দিয়েছে। এর আগে থেকে বাংলাদেশে আরো প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা রয়েছে। এরা কক্সবাজারের উপকূলবর্তী বিভিন্ন নিবন্ধিত-অনিবন্ধিত শরণার্থী শিবিরে বসবাস করছে। এর ফলে সেখানে ‘মানবিক বিপর্যয়কর পরিস্থিতি’ তৈরি হয়েছে।

রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ রয়েছে। এর মধ্যেই পূর্বনির্ধারিত সফরে মিয়ানমার যান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, কোস্টগার্ড প্রধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ১২ সদস্যের প্রতিনিধিদল আছে।