বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) বুধবার দিনব্যাপী ‘দীর্ঘ মেয়াদী গবেষণা পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গাজীপুরস্থিত এ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) প্রফেসর ড. সামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অর্জিত সাফল্য বিষয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। দিনব্যাপী এ কর্মশালায় ৩টি টেকনিক্যাল সেশনে ৩ বছর মেয়াদী মোট ৪২টি গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে এ বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও পাবলিক বিশ^বিদ্যালয় থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।