যশোরের বিরামপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে শ’ খানেক পুলিশ সদস্য সেখানে অবস্থান নিয়েছেন। সেখান থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেয়া হচ্ছে। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে রেখেছে। কিছু সময়ের মধ্যে বিস্তারিত জানানো হবে। প্রাথমিকভাবে তিনি জানান: বগুড়া ডিবি, পুলিশ হেডকোয়ার্টারের সদস্য, গোয়েন্দা পুলিশ, সোয়াট, যশোর পুলিশ এবং বিস্ফোরক ডিসপোজাল ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয়-সাতটি টিম বাড়িটি ঘিরে রেখেছে। তবে বাড়ির মধ্যে কে বা কারা অবস্থান করছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়সূত্রে জানা যায়, বিরামপুর-পাগলাদহ গ্রামের সংযোগ সেতুর কাছাকাছিই বাড়িটির অবস্থান। সংবাদকর্মীরা বাড়িটি থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছেন। ওই বাড়িটি মোজাফফর নামে এক ব্যক্তির বলে প্রাথমিক খবরে জানা গেছে। চলতি মাসের ৯ অক্টোবর শহরের ঘোপ নওয়াপাড়া রোড় এলাকার একটি বাড়ি থেকে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী নিহত জঙ্গি নেতা মারজানের ছোট বোন খাদিজা আক্তারকে আটক করা হয়েছিল। ওই ঘটনায় খাদিজা ও তার পলাতক স্বামী মশিউর রহমান সাগরসহ অজ্ঞাত আরও চার জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ।