রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের একটি বিশেষ কামরায় খালেদার সঙ্গে সুষমার বৈঠক

0
0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার রাত ৮টা তিন মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের একটি বিশেষ কামরায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় আধ ঘণ্টাব্যাপী বৈঠকটি চলে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির জানান, খালেদা জিয়ার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ। নাম প্রকাশে অনিচ্ছুক হোটেল সোনারগাঁওয় হোটেলের এক কর্মকর্তা জানান, খালেদা জিয়া ও সুষমা স্বরাজের বৈঠকটি কোনও লবিতে হয়নি। হোটেলের ৮২০নং বিশেষ কামরায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে, দু’দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার (২২ অক্টোবর) বিকাল পৌনে দুইটার দিকে কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে নামেন তিনি।

File Image