সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এটি প্রোটিয়াদের সর্বোচ্চ সংগ্রহ।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ৪ উইকেটে ৩৫৮ রান। ২০০৮ সালে বেনোনিতে এই স্কোর করেছিলো প্রোটিয়ারা।বাংলাদেশের বিপক্ষে এটি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ দলীয় সংগ্রহ হলেও, নিজেদের ক্রিকেট ইতিহাসে এটি একাদশ দলীয় সর্বোচ্চসংগ্রহ।ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোর ২ উইকেটে ৪৩৯ রান। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাড় করিয়েছিলো প্রোটিয়ারা।আহত অবসর হবার আগে প্রোটিয়া দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন অধিনায়ক ফাফ ডু-প্লেসিস।এ ছাড়া ওপেনার কুইন্ট ডি কক ৭৩, অভিষেক ম্যাচ খেলতে নামা আইডেন মার্করাম ৬৬, আরেক ওপেনার তেম্বা বাভুমা ৪৮, ফারহান বেহারদিয়ান অপরাজিত ৩৩ ও কাগিসো রাবাদা ১১ বলে ২৩ রান করেন। ফলে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা।বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও পেসার তাসকিন আহমেদ। ১টি উইকেট নিয়েছেন আরেক পেসার রুবেল হোসেন।